Publish date-25 May 2023

Event / অগ্নিকান্ড প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩

“সেফটি ফার্স্ট”এই প্রতিপাদ্য বিষয়ে গুরুত্ব দিয়ে গ্রীন লাইফ হসপিটাল লিঃ আয়োজন করেছিল ২২ ও ২৩ মে-২০২৩, ০২ (দুই) দিন ব্যাপী অগ্নিকান্ড প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল দক্ষ প্রশিক্ষক। এতে অংশ নেন হসপিটালের ৫০জন নিবেদিত প্রাণ-কর্মকর্তা-কর্মচারী। প্রশিক্ষণে গুরুত্বপায় “প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম“।
অগ্নিকান্ডের কারণ ও প্রতিরোধ, বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার বিধি ও রক্ষনাবেক্ষণ, বানিজ্যিক/বহুতল ভবনের অগ্নি প্রতিরোধ, স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থা সমূহ ও ইভাকুয়েশন প্লান এবং অগ্নি নির্বাপক যন্ত্রের বাস্তব ব্যবহার ।
ভূমিকম্প ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে করণীয়, রোগী পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা, পোড়াক্ষত ও হাড় ভাঙ্গার প্রাথিমিক চিকিৎসা, জরুরী উদ্ধার ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস পদ্ধতি সমূহ এবং এর হাতে-কলমে অনুশীলন।

Gallery