Message From Managing director

md picture

ঢাকার প্রাণকেন্দ্র ৩২, গ্রীন রোড (বীর উত্তম কে এম সফিউল্লাহ সড়ক), ধানমন্ডিতে অবস্থিত গ্রীন লাইফ হসপিটাল লিঃ একটি মাল্টিস্পেশালিটি সার্ভিস সমৃদ্ধ ৫০০ শয্যাবিশিষ্ট হসপিটাল। এটি বাংলাদেশের প্রাইভেট হসপিটালের মধ্যে একটি অন্যতম স্বনামধন্য হসপিটাল।

আমাদের হসপিটালে ২৪ ঘন্টা জরুরী সেবা সহ অত্যাধুনিক সকল সুবিধাসম্বলিত বিভিন্ন প্রকার ইনটেনসিভ (আইসিইউ, এনআইসিইউ, সিআইসিইউ, সিসিইউ) কেয়ার ও ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়ে থাকে।

গ্রীন লাইফ হসপিটাল লিঃ এ দেশের স্বনামধন্য ব্যক্তিত্ত¡ থেকে শুরু করে জনসাধারণ সবাই চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। ধনী গরীব নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, অর্থের অভাবে আজ পর্যন্ত বিনা চিকিৎসায় কোন রোগীকে ফেরত পাঠানো হয়নি। দরিদ্র রোগীদের জন্য আমাদের হসপিটালে ৭৫টি ফ্রি বেডের ব্যবস্থা আছে, প্রয়োজনে সেখানে ভর্তি রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আমরা বিশ্বসেরা অতি অত্যধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে স্বল্পমূল্যে সকল ধরনের সার্জারী সহ সকল প্রকার ডায়াগনষ্টিক সেবা এবং সিটিস্ক্যান এন্ড এমআরআইসহ বিভিন্ন প্রকার রেডিওলজি ও ইমেজিং সেবা প্রদান করে আসছি।

গ্রীন লাইফ হসপিটাল লিঃ এ একটি পূর্নাঙ্গ কার্ডিয়াক সেন্টার আছে। কার্ডিয়াক সেন্টারে ২৪ ঘন্টা Invasive এবং Non-Invasive বিভাগের মাধ্যমে ইমার্জেন্সী সেবাসহ সার্বক্ষনিক সকল প্রকার সার্জারী ও অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে।

গ্রীন লাইফ হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট সহ সকল দক্ষ জনবলের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর।

গ্রীন লাইফ হসপিটাল লিঃ এর সর্বাত্বক মঙ্গল কামনায় আপনাদের সবার সহযোগীতা আমাদের একান্ত কাম্য।

ধন্যবাদান্তে
ডা: মো: মঈনুল আহসান
ব্যবস্থাপনা পরিচালক
গ্রীন লাইফ হসপিটাল লি: